পরিবারের সকলকে নিয়ে কম সময়ের মধ্যে দূরে বেড়াতে যাওয়া সমস্যা ? তাহলে আর দেরী না করে কুরবানী ঈদের ছুটিতে পরিবারে সকলকে নিয়ে বেড়াতে পারেন ঢাকার অদূরে অবস্থিত বালিয়াটি জমিদার বাড়ী ও পাকুটিয়া জমিদার বাড়ী।
বালিয়াটি জমিদার বাড়ী ঢাকার পার্শ্ববর্তী জেলা মনিকগঞ্জ জেলায় অবস্থিত সুতরাং একদিনে সুন্দর প্রণবন্ত ও আনন্দ ঘন একটি ভ্রমন করে আসতে পারেন।
যাবার সময়ই আপনার মন ভরে যাবে সবুজে ভরা চার পাশ দেখে। যদি মন চায় একটু ভিন্ন রকম আনন্দ উপভেগ করতে এবং ছেলে মেয়েদের গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলার সাথে পরিচয় করিয়ে দিতে তাহলে দেখতে পারেন মানিকগঞ্জের ঐতিহ্যবাহী লাঠিখেলা।
এই ভ্রমনে কি কি উপভোগ করতে পারবেন:
- 100 বছরের পূরানো বালিয়াটি জমিদার বাড়ী ও এর পূরাকীর্ত্তির যাদুঘর।
- পাকুটিয়া জমিদার বাড়ী।
- মানিকগঞ্জ জেলার ঐতিহ্যবাহী লাঠি খেলা।
- ঘরোয়া পরিবেশে খাবারদাবার খাবেন।
- বালিয়াটি সাটুরিয়ার বিক্ষাত হুসেন ভাইয়ের মুরি ভর্তা। ( একবার খেলে শুধু এই মুরি ভর্তা খাওযার জন্যই আসবেন।)
- বালিয়াটি জমিদার বাড়ীর একটি করে টি-সার্ট। ( ইচ্ছে হলে নিতেও পারেন আবার নাও নিতে পারেন।