১০০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী বালিয়াটি জমিদার বাড়ি ঢাকার পার্শ্ববর্তী
মানিকগঞ্জ জেলার বালিয়াটি গ্রামে অবস্থিত। বালিয়াটীর জমিদার বাড়ীতে আছে দৃষ্টিনন্দন ইমারত, নির্মাণ কৌশল আর অলংকরণে পূর্ণ । বিশাল বিশাল ভবন জমিদার আমলে জমিদারদের বিত্ত বৈভবের কথাই স্মরণ করিয়ে দেয়। ঝড়-তুফান, বৃষ্টি-বাদল উপেক্ষা করে এখনো কালের সাক্ষী হিসেবে টিকে আছে। জমিদারবাড়ীর সিংহ দরজায় প্রবেশ করলেই চোখে পড়বে প্রশস্ত আঙ্গিনা। একই লাইনে দাঁড়িয়ে আছে চারটি বহুতল ভবন। এগুলোর পেছনে জমিদার অন্দরমহল এবং রয়েছে সাতঘাট পুকুর।
পরিবারের সকলকে নিয়ে কম সময়ের মধ্যে দূরে বেড়াতে যাওয়ার কথা ভাবছেন ? তাহলে আর দেরী কেন পরিবারে সকলকে নিয়ে বেড়াতে পারেন ঢাকার অদূরে অবস্থিত বালিয়াটি জমিদার বাড়ী।
ভ্রমন তারিখ: ০৩-০১-২০ ইং
যে কোন প্রয়োজনে কল করুন: 01679-462584
Overview
প্যাকেজে যা যা থাকবে:
- 100 বছরের পূরানো বালিয়াটি জমিদার বাড়ী ও এর পূরাকীর্ত্তির যাদুঘর।
- ঢাকা – বালিয়াটি জমিদার বাড়ি -ঢাকা এসি মাইক্রো/ এসি মিনিবাস (রিজার্ভ) সার্ভিস।
- বালিয়াটি জমিদার বাড়িতে প্রবেশ টিকেট।
- দুপুরের খাবার, বিকালের হালকা নাস্তা।