বালিয়াটি জমিদার বাড়ি একটি প্রত্নতাত্ত্বিক প্রতিষ্ঠান, এটি ঢাকার পার্শবর্তী জেলা মনিকগঞ্জ এর সাটুরিয়া উপজেলায় অবস্থিত। জমিদার বাড়িটি বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আন্ডারে পরিচালিত হয়।
প্রতিদিন এই জমিদার বাড়িতে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পিকনিক/শিক্ষাসফরে আসেন। বালিয়াটি জমিদার বিাড়িতে পিকনিক/শিক্ষাসফর কি ভাবে করতে পারেন? এবং যা যানা জরুরী।
বালিয়াটি জমিদার বাড়ীটি ঠিক ”সোনারগাঁও” “আহসানিমঞ্জিল” “তাজহাট” ইত্যাদির মত প্রত্নতত্ত্ব অধীদপ্তর দ্বারা পরিচালিত হয়। জামিদার বাড়ী বিশেষ কোন প্রতিষ্ঠানের নিকট এককভাবে বুকিং করা হয়না। সকলেই নির্ধারিত ফি প্রদান করে প্রবেশ করতে পারবেন।
পিকনিক/শিক্ষাসফরের জন্য স্পট বুকিং করতে হয়। যার বিস্তারিত নিম্নে দেওয়া হলোঃ
এই স্পট বুকিং করলে যা যা পাবেন:
- পিকনিক/ শিক্ষাসফর করার জন্য বড় যায়গা পাবেন। (যেখানে খাবার-দাবার, সাংস্কৃতিক বা যে কোন কালচারাল প্রোগ্রাম আয়োজন করতে পারবেন এবং ছোটখাটো খেলাধূলার আয়োজন করতে পারবেন।)
- একটি বড় স্টেজ।
- গাড়ীপাড়কিং করার সুবিধা পাবেন।
- টয়লেটের ব্যবস্থা রয়েছে।
- একটি রুম পাবেন।
- ইলেকট্রিসিটির সুবিধা পাবেন। ( বিদ্যুৎ থাকলে।)
- পানির ব্যবস্থা রয়েছে।
স্পট বুকিং মানিঃ
- ৫০ জন্য পর্যন্ত ৮,৫০০/- টাকা
- ৫১-১০০ জন্য পর্যন্ত ১৬,০০০/- টাকা।
- ১০১- ২০০ জনের জন্য ২০,০০০/- টাকা
- ২০১-৩০০ জনের জন্য ২৫,০০০/- টাকা
- ৩০১-৪০০ জনের জন্য ৩০,০০০/- টাকা
- ৪০১-৫০০জনের জন্য ৩৫ ,০০০/- টাকা
- ৫০০ এর উপরে হলে আলোচনা সাপেক্ষে।
[বি:দ্র: পিকনিক/ শিক্ষাসফর এর মিনিমাম ৩-৭দিন পূর্বে স্পট বুকিং করেতে হবে। স্পটের সাথে ডেকোরেশন যুক্ত নয়।]
এই স্পট বুকিং করলে যা যা পাবেন:
- পিকনিক/ শিক্ষাসফর করার জন্য বড় যায়গা পাবেন। (যেখানে খাবার-দাবার, সাংস্কৃতিক বা যে কোন কালচারাল প্রোগ্রাম আয়োজন করতে পারবেন এবং ছোটখাটো খেলাধূলার আয়োজন করতে পারবেন।)
- গাড়ীপাড়কিং করার সুবিধা পাবেন।
- টয়লেটের ব্যবস্থা রয়েছে।
- একটি রুম পাবেন।
- ইলেকট্রিসিটির সুবিধা পাবেন। ( বিদ্যুৎ থাকলে।)
- পানির ব্যবস্থা রয়েছে।
স্পট বুকিং মানিঃ
- ৫০ জন্য পর্যন্ত ৮,৫০০/- টাকা
- ৫১-১০০ জন্য পর্যন্ত ১৩,০০০/- টাকা।
- ১০১- ২০০ জনের জন্য ১৮,০০০/- টাকা
- ২০১-৩০০ জনের জন্য ২৩,০০০/- টাকা
- ৩০১-৪০০ জনের জন্য ২৮,০০০/- টাকা
- ৪০১-৫০০জনের জন্য ৩৩,০০০/- টাকা
- ৫০০ এর উপরে হলে আলোচনা সাপেক্ষে।
[বি:দ্র: পিকনিক/ শিক্ষাসফর এর মিনিমাম ৩-৭দিন পূর্বে স্পট বুকিং করেতে হবে। স্পটের সাথে ডেকোরেশন যুক্ত নয়।]

