বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বালিয়াটি জমিদার বাড়িতে অনেক ছোট ছোট টিম বেড়াতে আসেন কিন্তু তাদের বড় সমস্যায় পরতে হয় খাবার নিয়ে। কারন বালিয়াটি জমিদার বাড়ির নিকটে ভাল রেষ্টোরেন্ট নেই। মোটামোটি ভাল রেষ্টোরেন্ট আছে মাত্র দুটি যার ফলে দুপুরের খাবার সময় রেষ্টোরেন্টে থাকে কাস্টমারের উপচে পড়া ভীর। অনেক সময় ভীর থাকার করনে ভ্রমন করীগণ মনের মত খাবার খেতে পারেন না বা খাবার পানই না।
দর্শনার্থীদের বেশীর ভাগ লোকই তৈলাক্ত খাবার খেতে পছন্দ করেন না। তাদের পছন্দের তালিকায় থাকে দেশী গ্রাম্য খাবার। আপনি / আপনারা যদি দেশী গ্রাম্য খাবার খেতে পছন্দ করেন তবে রেষ্টোরেন্ট গুলোতে দুপুরের খাবার খেতে পারেন।
বেশীর ভাগ সময় প্রচুর দর্শনার্থী থাকার কারণে রেষ্টোরেন্টে দুপুরের খাবার শেষ হয়ে যায় ফলে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক কাস্টমারদেরকে খাবার নেই বলে দিতে হয়। জমিদার বাড়ি ভ্রমন কালে আপনার খাবার নি:শ্চিত করতে আপনার পছন্দ অনুযায়ী আমাদের কাছে খাবারের অগ্রীম বুকিং করতে পারেন।
খাবারের মূল্য তালিকাঃ
১. আনলিমিটেড ভাত + ৩-৪ ধরনের ভর্তা + কক মুরগীর রোষ্ট + সবজি + ডাল——-১৯৯/- টাকা / প্রতিজন।
২. আনলিমিটেড ভাত + ৪-৫ ধরনের ভর্তা +সবজি +ডাল————-১৫০/- টাকা প্রতিজন।
৩. আনলিমিটেড ভাত + ২ ধরনের ভার্তা + খাসির মাংস +সবজি+ডাল——২৬০/- টাকা প্রতিজন।
৪. আনলিমিটেড ক্ষুদের ভাত + ৫-৬ ধরনের ভর্তা +ডাল—-১৬০/- টাকা প্রতিজন
৫. বাসমতি চালের ভাত + বেগুন ভাজি/পটল ভাজি + একপিচ মাছ ভাজি + চিংড়ি মাছের ভুনা + খাসির মাংস + ডাল———–৩৬০/-টাকা প্রতি জন।
বুকিং কি ভাবে করবেন ?
খাবারের মূল্য তালিকা থেকে আপনার পছন্দ অনুযায়ী খাবার নির্ধারন করুন। এবং 01679-462584 এই নাম্বারে কল করে বুকিং নি:শ্চিত করুন। খাবারের মূল্য + উত্তোলন চার্জ 01717-369186 এই পার্সোনাল বিকাশ নাম্বারে পাঠালে আপনার বুকিং নি:শ্চিত হবে। আপনাকে আপনার খাবার তালিকা ও বুকিং তারিখ সহ একটি কনফার্মেশন মেসেজ পাঠানো হবে।
যারা চাইনিজ, বা বিদেশী অন্য কোন খাবার বেশী পছন্দ করেন তাদের বলব আপনারা ঢাকা থেকে খাবার সাথে নিয়ে আসবেন।
Baliati Zamindar Bari ( Bengali : ????????? ?????? ????? ) is located at the village of Baliati, in Saturia Upazila in Manikganj District, Bangladesh.
Thank’s for your comments here. You are Right Baliati Zamindar Bari is Located at Baliati, Saturia, Manikganj.