Home > Destination > বালিয়াটি জমিদার বাড়ি ডে ট্যুর ইভেন্ট

বালিয়াটি জমিদার বাড়ি ডে ট্যুর ইভেন্ট

১০০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী বালিয়াটি জমিদার বাড়ি ঢাকার পার্শ্ববর্তী
মানিকগঞ্জ জেলার বালিয়াটি গ্রামে অবস্থিত। বালিয়াটীর জমিদার বাড়ীতে আছে দৃষ্টিনন্দন ইমারত, নির্মাণ কৌশল আর অলংকরণে পূর্ণ । বিশাল বিশাল ভবন জমিদার আমলে জমিদারদের বিত্ত বৈভবের কথাই স্মরণ করিয়ে দেয়। ঝড়-তুফান, বৃষ্টি-বাদল উপেক্ষা করে এখনো কালের সাক্ষী হিসেবে টিকে আছে। জমিদারবাড়ীর সিংহ দরজায় প্রবেশ করলেই চোখে পড়বে প্রশস্ত আঙ্গিনা। একই লাইনে দাঁড়িয়ে আছে চারটি বহুতল ভবন। এগুলোর পেছনে জমিদার অন্দরমহল এবং রয়েছে সাতঘাট পুকুর।
 
পরিবারের সকলকে নিয়ে কম সময়ের মধ্যে দূরে বেড়াতে যাওয়ার কথা ভাবছেন ? তাহলে আর দেরী কেন পরিবারে সকলকে নিয়ে বেড়াতে পারেন ঢাকার অদূরে অবস্থিত বালিয়াটি জমিদার বাড়ী।
ভ্রমন তারিখ: ০৩-০১-২০ ইং
যে কোন প্রয়োজনে কল করুন: 01679-462584 

প্যাকেজে যা যা থাকবে:

  • 100 বছরের পূরানো বালিয়াটি জমিদার বাড়ী ও এর পূরাকীর্ত্তির যাদুঘর।
  • ঢাকা – বালিয়াটি জমিদার বাড়ি -ঢাকা এসি মাইক্রো/ এসি মিনিবাস (রিজার্ভ) সার্ভিস।
  • বালিয়াটি জমিদার বাড়িতে প্রবেশ টিকেট।
  • দুপুরের খাবার, বিকালের হালকা নাস্তা।

Expand/Close

প্রি-প্রশ্নউত্তর

দুপুরের খাবার তালিকায় কি কি থাকবে ?

পোলাউ / বাসমতি চালের ভাত + ইলিশ মাছের ভাজি + খাসির মাংশ / দেশী মুরগীর রোস্ট + 250 ml পানিও। (পানি, লেবু ও ছালাদের কথা অবশ্যই বলতে হবে না।)

বিকেলে কি হালকা নাস্তা থাকবে ?

অবশ্যই থাকবে। বালিয়াটির বিক্ষাত হোসেন ভাইয়ের মুড়ি ভর্তা ( একবার খেলে ২য় বার শুধু এই মুড়ি ভর্তা খেতেই আসবেন।)

জমিদার বাড়িতে প্রবেশের জন্য কি ফি প্রদান করতে হবে ?

জমিদার বাড়িতে প্রবেশের জন্য কোন প্রকার ফি প্রদান করতে হবে না।

গাড়ি কি এসি / ননএসি থাকবে ?

এসি মাইক্রো/ এসি মিনিবাস (রিজার্ভ) সার্ভিস।

শিশুদের জন্য কি ফি লাগবে ?

০-৪ বছর বয়সী বাচ্চাদের জন্য কোন ফি লাগবে না। পিতা-মাতার সাথে সিট শেয়ার করে যেতে পারবে। কোন খাবার দেওয়া হবে না।

You can send your inquiry via the form below.

Price From BDT ৳  1,500 BDT ৳  1,000/person
1000
Total ৳  1,000 BDT